ফাঁসিদেওয়া, ৩০ অক্টোবরঃ ফাঁসিদেওয়ার রাবভিটা এলাকায় একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মহম্মদ হাবিবুর রহমানের বাড়িতে এদিন অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, দরকারী নথিপত্র, মোটর সাইকেল সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।যদিও অল্পের জন্য রক্ষা পান বাড়ির লোকেরা।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আগুন নেভান।শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান বাড়ির সদস্যদের।

