শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের পোকাইজোত এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।
জানা গিয়েছে, গত ৩০ নভেম্বর পোকাইজোত এলাকায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটে।বাড়িতে ফিরে চুরির ঘটনা নজরে আসে বাড়ি মালিক দেবাশীষ দত্তের।এরপরই প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।সেই অভিযোগের তদন্তে নেমে সোমবার রাতে রোহিত ওঁরাওকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে চুরির ঘটনায় আরও একজন জড়িত।ধৃতের বয়ানের ভিত্তিতে গৌরব ওঁরাওকে গ্রেফতার করে পুলিশ।দুজনকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।