শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার চেন ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতি।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকার একটি বাড়িতে মুদিখানা দোকানে যায় দুই যুবক।সেইসময় দোকান বন্ধ ছিল।যেকারণে বাড়ির ভেতর থেকেই সামগ্রী দেন যূথিকা সাহা।একাধিকবার বিভিন্ন সামগ্রী চাইছিল দুই যুবক।এরপর বাড়ির ভেতরে ঢুকে মহিলার গলা থেকে সোনার চেন নিয়ে চম্পট দেয় দুজন।
সেইসময় এক ব্যক্তি দুই যুবকের পিছু ধাওয়া করে তাদের ধরেও ফেলেন।কিন্তু ব্যক্তিকে ধাক্কা দিয়ে স্কুটি নিয়ে চম্পট দেয় দুই যুবক।সাতসকালে এমন ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা।ঘটনার পর খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়।পুলিশ পৌঁছে এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে খবর পেয়ে ২৩ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য বাবলু পাল ঘটনাস্থলে যান।তিনি জানান, সাতসকালে এমন ঘটনা ঘটেছে।এলাকায় পুলিশের নজরদারি বিষয়ে ডেপুটেশন দেওয়া হবে বলে জানান তিনি।