বাড়িতে মধুচক্রের আসর চালানোর অভিযোগ, আটক ২

শিলিগুড়ি,১৯ অক্টোবরঃ বাড়িতে মধুচক্রের আসর চালানোর অভিযোগ।ঘটনায় আটক ২।শিলিগুড়ির ঘোগোমালি সংলগ্ন বকুলতলা মোড়ের ঘটনা।


স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরেই ওই বাড়িটিতে মধুচক্রের আসর বসতো।বিষয়টি একাধিকবার ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি।গতকাল রাতে অভিযুক্তের বাড়ির সদস্যদের সাথে বহিরাগত কিছু যুবকদের ঝামেলা বাঁধে।এরপর স্থানিয়দের সাথেও ঝামেলায় জড়িয়ে পড়েন তারা।এরপরই ক্ষুব্ধ এলাকাবাসীরা অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় এবং সেখানে আপত্তিকর অবস্থায় ২ যুবক এবং ৩ যুবতীকে দেখতে পান স্থানীয়রা।এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।যদিও পুলিশের উপস্থিতি টের পেয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় পান্ডারা এবং মূল অভিযুক্ত অসুস্থতার নাম করে হাসপাতালে ভর্তি হয়।

পরে এলাকাবাসী এবং পুলিশের যৌথ তৎপরতায় এক যুবতি ও এক যুবককে ধরা হয়।ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।অন্যদিকে ওই যুবক ও যুবতীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।পাশাপাশি ওই বাড়িটিকে পুলিশের তরফে তালাবন্দী করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *