জলপাইগুড়ি,২৩ মেঃ বাড়ি থেকে বিক্রি হয় নেশার সামগ্রী।অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করল জলপাইগুড়ির পাণ্ডাপাড়ার ঘোষ পাড়ার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা রাজীব ঘোষ ও তার স্ত্রী মিনাক্ষী ঘোষ নেশার সামগ্রী বিক্রি করেন।আর এই নেশার সামগ্রী কিনতে প্রায় প্রতিদিনই তাদের বাড়িতে বিভিন্ন জায়গার যুবকেরা আসেন।এমনকি কিছুদিন আগে নেশার সামগ্রী বিক্রির অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারও করেছিল পুলিশ।কিন্তু অভিযোগ,ছাড়া পেতেই ফের নেশার সামগ্রী বিক্রি করতে শুরু করেছে ওই দম্পতি।এরই প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মিলি বিশ্বাস বলেন, প্রতিদিনই বিক্রি হচ্ছে নেশার জিনিস।আমরা আজকে প্রতিবাদে নেমেছি৷আমরা চাই পরিবেশকে সুস্থ রাখতে এই সব বন্ধ হোক।আজকে শেষ বারের মতো সর্তক করা হল৷এরপরেও নেশার সামগ্রী বিক্রি করলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব।
অন্যদিকে অভিযুক্ত মহিলা মিনাক্ষী ঘোষ বলেন, এক সময় নেশার জিনিস বিক্রি করতাম।এখন আর এইসব জিনিস বিক্রি করি না৷আমার স্বামী অসুস্থ ও মোবাইল খারাপ হয়েছে এই কারণে আমার স্বামীকে দেখতে আসেন সবাই।