শিলিগুড়ি, ২৫ আগস্টঃ রাস্তা নাকি পুকুর, তা বোঝা মুশকিল।বৃহস্পতিবার রাতভর বৃষ্টির জেরে জলের তলায় বাড়িভাষা ভিআইপি রোড।সমস্যায় গাড়ি চালক থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষ।কবে হবে রাস্তা সংস্কার।তা নিয়ে উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, জাবরাভিটা আন্ডারপাস থেকে শুরু করে ভবেশ মোড় পর্যন্ত ভিআইপি রোড দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।মাঝে রাস্তা সংস্কার করা হলেও ফের রাস্তার মাঝে তৈরী হয়েছে বড় বড় গর্ত।আর তাতেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।এদিকে গত কয়েকদিন ধরে বৃষ্টি ও গতকালের প্রবল বৃষ্টিতে সেই রাস্তা প্রায় জলের তলায় চলে গিয়েছে।যাতায়াতের সমস্যায় পড়েছেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ।অনেকে ঘুরপথে যাতায়াত করছেন।
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার রাস্তা পরিদর্শন করেছেন এলাকার জনপ্রতিনিধি থেকে SJDA চেয়ারম্যান।রাস্তা সংস্কারের আশ্বাসও দেওয়া হয়েছিল।কিন্তু এখনও কোন কাজ হয়নি।
অন্যদিকে একইভাবে জলের তলায় এনজেপি স্টেশনে ঢোকার ট্রাক স্ট্যাণ্ডের রাস্তা।যেকারনে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে পর্যটকেরা।