শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল বাড়িভাষা ভিআইপি রোড।প্রতিনিয়ত ঘটছিল দুর্ঘটনা।দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন স্থানীয়রা।স্থানীয়দের দাবী মেনে অবশেষে শুরু হল বাড়িভাষা ভিআইপি রোড সংস্কারের কাজ।স্বস্তিতে এলাকাবাসী।
রবিবার বিকেলে পরিদর্শনে যান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।
এদিন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, আমরা আপাতত রাস্তা মেরামতের কাজ করে রাস্তাটি মানুষের চলাচলের উপযোগ্য করে দিচ্ছি।পরবর্তীতে পুননির্মান করা হবে।পাশাপাশি রাস্তার দুপাশে ড্রেনও করা হবে।