বাগডোগরা, ১৮ আগস্টঃ কনটেনার বোঝাই বার্মাটিক কাঠ সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো বাগডোগরা বনদপ্তর।ধৃতের নাম মহম্মদ কায়ামুদ্দীন।হরিয়ানার বাসিন্দা।
বনদপ্তর সূত্রে খবর, ফুলবাড়ির ক্যানেল রোডে নাকা তল্লাশি চালানোর সময় ব্যারিকেড ভেঙে দ্রুতগতিতে পালিয়ে যায় কনটেনারটি।এর পিছু ধাওয়া করে ফাঁসিদেওয়ার বিধাননগর জাতীয় সড়কে কনটেনারটিকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার হয়।
উদ্ধার হওয়া কাঠগুলি অসম থেকে বিহারে পাচারের ছক ছিল।ঘটনায় কনটেনারের চালককে গ্রেফতার করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।