শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ করোনা পরিস্থিতিতে লকডাউনের থাকার ফলে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের ব্যাঘাত ঘটেছে।এই কারণে শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালার আয়োজন করল শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়।
এদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরির্দশক প্রাণতোষ মাইতি।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।স্কুলের চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা এই কর্মশালায় অংশগ্রহণ করে।এদিনের কর্মশালায় চলতি বছর শিক্ষারত্নে ভূষিত শিক্ষক অমিতাভ ঘোষ তাঁর পুরষ্কারের প্রাপ্ত অর্থ স্কুলের উন্নতি প্রকল্পে প্রদান করেন।
এই বিষয়ে অমিতাভ ঘোষ জানান, ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করে এই পুরষ্কার পেয়েছি।পড়ুয়াদের উন্নতি প্রকল্পে এই অর্থ ব্যয় হলে খুব ভালো লাগবে।