আলিপুরদুয়ার, ১৪ ডিসেম্বরঃ সামনেই আসছে ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন।বড়দিন উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সাজো সাজো রব।আর বড়দিন মানেই রূপকথার সান্তাক্লজ স্লেজে করে গভীর রাতে এসে কচিকাচাদের উপহার দিয়ে যাবে।
তবে ২৫শে ডিসেম্বরের আগে বাস্তবের সান্তাক্লজকে দেখা গেল জটেশ্বরের রাস্তায়।এদিন জটেশ্বর এডুকেশন সেন্টারের উদ্যোগে বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে এদিন মিছিল বের করা হয় পাশাপাশি একটি অনুষ্টানেরও আয়োজন করা হয়।
রাস্তায় পথচারী থেকে মোটরবাইক, গাড়ি চালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে দেখা যায় সান্তাক্লজকে।পাশাপাশি পথ চলতি মানুষ ও শিশুদের হাতে চকলেট ও উপহার তুলে দেয় সান্তাক্লজ।