রাজগঞ্জ, ৪ ফেব্রুয়ারিঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাজগঞ্জের পি কে রায় হাইস্কুলে।মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও জমিদাতার আবক্ষ মূর্তি স্থাপন করা হয়।এছাড়াও এদিন বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন যুক্ত আধুনিক শৌচালয় উদ্বোধন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বলেন, স্কুলের জন্মলগ্নে স্থানীয় ঘোগা সিং রায় নামে এক ব্যক্তি ৬ বিঘা জমি স্কুলের জন্য দান করেছিলেন।সেই জমিদাতাকে সন্মান জানাতে তার আবক্ষ মূর্তি তৈরি করে এদিন সেই আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।
তিনি আরও বলেন, স্কুলে ছাত্রীদের জন্য শৌচালয়ের সমস্যা ছিল।তাই অভিভাবকদের সহযোগিতায় স্কুলের তরফে তৈরি করা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন যুক্ত আধুনিক শৌচালয় তৈরি করা হয়।সেই শৌচালয়ের এদিন উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত রাজগঞ্জের বিডিও এন সি শেরপা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় স্কুলের এই কাজের প্রশংসা করেন।