নকশালবাড়ি, ২৩ ডিসেম্বরঃ নকশালবাড়ি চক্রের ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হাতিঘিষা আদিবাসী আজাদ হিন্দ ক্লাব ময়দানে।মঙ্গলবার প্রতিযোগিতার সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
এদিন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক তাপসী সাহা, প্রাথমিক জেলা স্কুল পরিদর্শক তরুণ কুমার সরকার সহ অন্যান্যরা।এদিন মোট ১৫৯টি স্কুলের ৪২টি ইভেন্টে ২৪০ জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।এর মধ্যে ৪২ জন প্রতিযোগী আগামী ৩রা জানুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জেলা স্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
