রাজগঞ্জ, ৭ মার্চঃ বসন্ত উৎসব।এ যেন বাঁধনছাড়া উল্লাসের দিন।নানান রঙের মিলনে মুখরিত হয়ে ওঠে চারিদিক।এই উৎসব যেন সব ক্লান্তি, দুঃখ, দুশ্চিন্তা ভুলে রঙ্গিন হয়ে মেতে ওঠা। আর এই উৎসবের কণায় কণায় জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ।
শনিবার বেলাকোবা শিক্ষা শিক্ষণ কেন্দ্রে উদযাপিত হল বসন্ত উৎসব।সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই বসন্ত উৎসবের সূচনা করা হয়।শোভাযাত্রাটি প্রায় ৩ কিলোমিটার পথ পরিক্রমা করে।এরপর প্রতিষ্ঠান প্রাঙ্গণে শুরু হয় রঙের খেলা।
এদিন একে অপরের মুখে নানান রঙের আবির মেখে আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। পাশাপাশি রবীন্দ্র গীতি, রবীন্দ্র নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ শর্মিষ্ঠা মজুমদার বলেন, প্রতিবছরই সমারোহ করে বসন্ত উৎসব পালন করা হয়। ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা মিলিতভাবে সামিল হয় এই উৎসবে।বর্ণাঢ্য শোভাযাত্রা, আবির খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।অনুষ্ঠান শেষে ছিল ভুরিভোজের আয়োজন।