শিলিগুড়ি,১৩ এপ্রিলঃ বাঁশের আড়ালে বার্মাটিক কাঠ পাচারের চেষ্টা।ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো ঘোষপুকুর বনদপ্তর।ধৃতরা হল মমিন খান,রাম বিলাস পাল ও রোহিত।ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে নকশালবাড়ি হাতিঘিসা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে দুটি কন্টেনার লরি আটক করে ঘোষপুকুর বনদপ্তর।কন্টেনার লরি দুটিতে করে বাঁশের আড়ালে বার্মাটিক কাঠ পাচারের চেষ্টা চলছিল।অরুণাচল থেকে বিহারে যাচ্ছিল লরি দুটি।উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা । আজ ধৃত তিনজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।