শিলিগুড়ি, ১০ অক্টোবরঃ শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪২ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।আজ প্রায় ৮০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি।
এদিন শিখা চ্যাটার্জি বলেন, দূর্গা পুজো পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ উৎসব।কোভিডের জেরে বহু পরিবার আর্থিক সংকটে।দুঃস্থ মানুষদের কথা ভেবে বিধায়ক তহবিলের টাকা দিয়ে বস্ত্র বিতরণ করা হল।আগামীতেও এই ধরণের কাজ করা হবে।
এদিনের কর্মসূচিতে রুপেশ সিংহ, হিয়া রায়, পরিতোষ রায়, বিকাশ বসাক সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা উপস্থিত ছিলেন।