শিলিগুড়ি,৫ অক্টোবরঃ ‘বস্তি উচ্ছেদ করা যাবে না’-এই দাবিতে সরব পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি।জানা গিয়েছে, আগামী ১২ অক্টোবর পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি দার্জিলিং জেলা এবং CITU দার্জিলিং জেলার তরফে এনজেপি’তে এডিআরএম কে একটি স্মারকলিপি দেওয়া হবে। মূলত বস্তি উচ্ছেদের বিরুদ্ধেই সরব হবেন তারা। ১২ অক্টোবর তিনবাত্তি মোড় থেকে শুরু হবে তাদের বিক্ষোভ মিছিল।
এদিন একটি সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির জেলা সম্পাদক দিলীপ সিং জানান, রেলের জায়গায় যারা বসবাস করছেন তাদের জমির পাট্টার ব্যাবস্থা শীঘ্রই করতে হবে। এই দাবীতেই ১২ অক্টোবর এনজেপিতে এডিআরএম এর অফিসের সামনে তারা বিক্ষোভেও বসবেন।পাশাপাশি রেলস্টেশনে যেসমস্ত হকারেরা ব্যাবসা করছিলেন তারা এখন ব্যাবসা করতে পারছেন না, এর বিরুদ্ধেও প্রতিবাদ জানাবেন তারা।