শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরনিগম নির্বাচন।নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট প্রচার সারছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা।
বুধবার শিলিগুড়ি পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাসুদেব ঘোষের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার সারলেন বিধায়ক রাজ চক্রবর্তী ও দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রীর পাপিয়া ঘোষ।শোভাযাত্রাটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।এদিন বাসুদেব ঘোষকে বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন বিধায়ক রাজ চক্রবর্তী এবং সভানেত্রী পাপিয়া ঘোষ।