শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষকে সঙ্গে নিয়ে শেষ মুহুর্তের প্রচার সারলেন শিলিগুড়ি পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাসুদেব ঘোষ।
এদিন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী বাসুদেব ঘোষের সমর্থনে সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডোর টু ডোর প্রচার সরেন।পাশাপাশি এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং বাসুদেব ঘোষকে বিপুল ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান।
এদিন পাপিয়া ঘোষ বলেন, আমরা ইতিমধ্যে প্রচারের শেষ মুহূর্তে পৌঁছে গেছি।এবারের নির্বাচনী প্রচারে শিলিগুড়িবাসী ও আমাদের কর্মী সমর্থকরা নেতৃত্ব দিয়েছেন।আমাদের কাজ ছিল শুধু ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তাদের শক্তি এবং উৎসাহ দেওয়া।আগামীতে শিলিগুড়ির উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির হাত শক্ত করে ধরতে হবে।মানুষের যে সাড়া পাচ্ছি খুব ভালো লাগছে।