রাজগঞ্জ, ২ অক্টোবরঃ মহাধুমধাম করে বট-পাকুড়ের বিয়ের আয়োজন করা হল রাজগঞ্জে।
প্রতিবছরের মতো স্থানীয় মানিক রায়ের উদ্যোগে মহালয়ার দিনে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের দেমদেমায় স্বর্গীয় মহেন্দ্রনাথ রায় শ্মশান ঘাটে অমাবস্যা উপলক্ষে কালীপুজো ও বট-পাকুরের বিয়ের আয়োজন করা হয়।আর পাঁচটা বিয়ের মতোই দুই বৃক্ষের বিয়ে দেওয়া হয়।সকাল থেকে বর রূপে পাকুড় গাছ ও কনে রূপে বট গাছকে ঘিরে বিয়ের নানা নিয়ম পালিত হয়।
এদিন সেই শ্মশান ঘাটে বেড়ে ওঠা ওই দুই বৃক্ষের বিয়ে উপলক্ষে আমন্ত্রিত ছিলেন সর্ব ধর্মের মানুষ।সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও করা হয়।এছাড়া দূর্গা পূজা উপলক্ষে এলাকার দুঃস্থ শিশুদের হাতে নতুন বস্ত্র ও ১০১টি মশারি তুলে দেওয়া হয়।