শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ বট ও পাকুরের বিয়ে দিলেন শিলিগুড়ির মধ্য শান্তিনগরের বাসিন্দা সৌমিত্র সান্ন্যাল।
শনিবার নিয়ম মেনে টোপর পরিয়ে গায়ে হলুদ দিয়ে বট ও পাকুরের বিয়ে সম্পন্ন করা হয়।এই বিয়ে ঘিরে এলাকায় ছিল উৎসবের মেজাজ।এলাকার মহিলাদের মধ্যে ছিল চরম ব্যস্ততা।বাজনা বাজিয়ে হলুদ দান সিঁদুর দান সমস্ত নিয়ম পালন করা হয়।পুরোহিত ছিলেন সঞ্জিত চক্রবর্তী।
তিনি জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যা যা নিয়ম রীতি রয়েছে সবটাই এই বট পাকুরের বিয়ের অনুষ্ঠানে করা হয়েছে।এই বিয়ের অনুষ্ঠানে সাক্ষী থাকতে পেরে খুব ভালো লাগছে।বিয়ের পর একজন বাবা যেমন তার মেয়েকে বিদায় দেয় তেমনটাই দেখা যায় এই বিয়েতে।
এদিন সৌমিত্র সান্ন্যাল জানান, অনেক বছর আগে এই শীতলা মন্দিরের প্রাঙ্গণে বট ও পাকুর গাছ লাগিয়েছিলেন। বড় হতেই পুরোহিতের মতামতে বিয়ের আয়োজন করা হয়।একটি বিয়েতে যা যা নিয়ম থাকে সবটাই এই বিয়ের অনুষ্ঠানে করা হয়েছে।পাশাপাশি অতিথিদের জন্য খাবারের আয়োজনও করা হয়েছে।
