খড়িবাড়ি, ১ ডিসেম্বরঃ পাঁচদিন পর ইমার্জেন্সি ও ইন্ডোর পরিষেবা স্বাভাবিক হল খড়িবাড়ির বাতাসী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর বাতাসীর আন্ধারু জোতে হাতির হানায় এক মহিলার মৃত্যুর পর হাসপাতাল ভাঙচুর করা হয়।চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও হেনস্থা করা হয়।এই ঘটনায় ব্লক স্বাস্থ্য দপ্তরের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করে খড়িবাড়ি পুলিশ।ঘটনার পর হাসপাতালের আউটডোর পরিষেবা ব্যাহত হয়।আজ ফের স্বাভাবিক হয় চিকিৎসা পরিষেবা।
পরিষেবা স্বাভাবিক হতেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দেওয়া হয় খড়িবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মনোবল বৃদ্ধি ও আগামীদিনে পাশে থাকার আশ্বাস দেন ব্লক যুব সভাপতি কিশোরীমোহন সিংহ।তিনি জানান, ৫দিন পর পরিষেবা চালু হয়েছে।যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের শুভবুদ্ধি উদয় হোক।পাশাপাশি অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করবে এবং আগামীদিনে ফের স্বাভাবিকভাবেই চলবে এই হাসপাতাল।