খড়িবাড়ি, ২৬ আগস্টঃ বাতাসির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান ভবতোষ মন্ডল এবং উপপ্রধান পুষ্পা মন্ডল।
এই ঘটনার ন্যায় বিচারের জন্য যথাসম্ভব চেষ্টা করবেন, এদিন নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এমনটাই আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান ভবতোষ মন্ডল।অন্যদিকে উপপ্রধান পুষ্পা ওঁরাও বলেন, দ্রুত দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তির দাবী জানানো হবে।
প্রসঙ্গত, বাতাসির সতীশ চন্দ্র চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকায় ঝর্ণার জলে স্নান করতে গিয়ে গণধর্ষনের শিকার হয় আদিবাসী মূক ও বধির যুবতী।প্রথমে তাকে পার্শ্ববর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
এদিকে এই ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও কড়া শাস্তির দাবীতে সরব হয়েছে বিভিন্ন মহল।