ফুলবাড়ি, ২২ জানুয়ারিঃ বন্ধ ঘরের বাথরুমের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল ফুলবাড়িতে।বুধবার বিকেলে ঘটনাটি ঘটে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা এলাকায়। ঘরের লোহার দরজা মেশিন দিয়ে কেটে বাথরুম থেকে দেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তির নাম সৌমেন নারায়ন মজুমদার।কলকাতার গড়িয়াহাটের বাসিন্দা।ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চাকরি সূত্রে তিনি পূর্ব ধনতলা এলাকায় বহুতলে একটি ঘরে একাই ভাড়া থাকছিলেন।
গত দুদিন থেকে তিনি কাজে না যাওয়ায় খোঁজখবর শুরু করেন ফুলবাড়ির ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।যে বাড়িতে ভাড়া থাকতেন বুধবার বিকেলে সেই বাড়িতে খোঁজ নিতে গেলে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অনেক ডাকাডাকি করেও কোন সাড়া পাননি কেউ।অবশেষে স্থানীয় পঞ্চায়েত, প্রধান এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ পৌঁছে ঘরের দরজা মেশিন দিয়ে কেটে ভেতরে গিয়ে দেখতে পায় ব্যক্তি ঘরের বাথরুমে মৃত অবস্থায় পড়ে রয়েছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যক্তির মৃত্যু হতে পারে।তবে ময়নাতদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।