বাতিল হল রাজ্য বিজেপির সমস্ত জেলার যুব মোর্চার সমস্ত সভাপতির পদ ও জেলা কমিটি

শিলিগুড়ি,২৩ অক্টোবরঃ আজ থেকে বাতিল হল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সমস্ত জেলার যুব মোর্চার সমস্ত সভাপতির পদ ও জেলা কমিটি।আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি সাংগঠনিক ঘোষণা করে বিষয়টি জানান।


জানা গিয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত সমস্ত জেলার বিজেপির সভাপতিরা এই দায়িত্ব পালন করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BETgrandpashabetbahsegel girişonwincasibomcasino sitelericasibomcasibom