নকশালবাড়ি, ১৯ ডিসেম্বর: নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েতের সকল প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রেদের নিয়ে আশাপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।
জানা গিয়েছে, এদিন ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৯টি শিশু শিক্ষা কেন্দ্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন অনুষ্ঠানের সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। উপস্থিত ছিলেন মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ উপপ্রধান রঞ্জন চিকবড়াইক সহ অন্যান্যরা।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের পর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। সেরা প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। সেরা প্রতিযোগীরা নকশালবাড়ি চক্র ও পরে জেলাস্তরে খেলায় অংশ নেবে।এদিন সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানান সভাধিপতি ও প্রধান।
