শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হাইভোল্টেজ জেনারেটরের ৪টি ব্যাটারি চুরি করে পালালো চোরের দল।
সোমবার স্টেডিয়ামের ১৩ নম্বর গেটের পাশে থাকা জেনারেটরের ঘরের লোহার গেটের হ্যাসবল ভাঙ্গা দেখতে পান স্থানীয়রা।এরপর খবর দেওয়া হয় পুরনিগমে কর্মরত অফিসারকে।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ।চুরি যাওয়া ৪টি ব্যাটারির বাজারমূল্য ৮০ হাজার টাকা।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
