শিলিগুড়ি, ২৬ জুলাইঃ করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আজ শিলিগুড়ির সার্কিট হাউসে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শিলিগুড়ি এবং মাটিগাড়া ব্লকের বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠক করলেন দার্জিলিং এর জেলাশাসক এস পন্নমবলম।
জানা গিয়েছে, এদিনের বৈঠকে সপ্তাহে একদিন করে বাজার বন্ধ করার বিষয়ে আলোচনা করা হয় এবং বেশকিছু নির্দেশ দেওয়া হয়।অন্যদিকে ব্যবসায়ীদের টিকাকরণের ব্যবস্থা করা নিয়েও আলোচনা করা হয়।দ্রুত ব্যবসায়ীদের টিকাকরণের ব্যবস্থা করার জন্য পুরনিগমের কমিশনারকে নির্দেশ দেন জেলাশাসক।এছাড়াও বাজার বন্ধের দিন বাজারগুলিতে পুলিশকে কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
জেলাশাসক এস পন্নমবলম বলেন, বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।বাজার কমিটিগুলিকে করোনাবিধি পালন করার কথা বলা হয়েছে।করোনা তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে জেলাপ্রশাসন সতর্ক রয়েছে।বাইরে থেকে আসা মানুষদের ভ্যাকসিনের দুটো ডোজ এবং আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট রয়েছে কিনা তা দেখা হচ্ছে।
বৃহত্তর খুচরো ব্যবসায়ী কমিটির সভাপতি পরিমল মিত্র বলেন, ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়ার কথা জানানো হয়েছে।শীঘ্রই ব্যবসায়ীদের ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
অন্যদিকে বৃহত্তর খুচরো ব্যবসায়ী কমিটির সম্পাদক বিপ্লব রায় মোহরী বলেন, ব্যবসায়ীদের সমস্যার কথা জেলাশাসককে জানানো হল।ভ্যাকসিন সমস্যার কথা জানানো হয়েছে।