রাজগঞ্জ, ২৯ মার্চঃ প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও রাজগঞ্জ বাজারে ভিড় করছেন প্রচুর মানুষ।রবিবারও একই ঘটনা ঘটে।
এই কারণে বাজারটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ও রবিবার রাজগঞ্জ হাট বসলেও প্রতিদিন সকালে বাজার বসে।কিন্তু লকডাউনকে তোয়াক্কা না করে প্রচুর ভিড় হয় বাজারে।
রবিবারও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মেনে ব্যাপক ভিড় হয়। ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন।হাট কমিটির সঙ্গে আলোচনায় বসে বিডিও এন সি শেরপা, রাজগঞ্জ থানার সিআই দ্বীপোজ্জল ভৌমিক, ওসি কেসাং লামা। বাজারটি স্থানীয় শ্রীসংঘ ক্লাবের মাঠে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
সিআই বলেন, শ্রীসংঘ ক্লাবে বাজার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে দোকানদার ও গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা করার নির্দেশ দেওয়া হয়েছে।