শিলিগুড়ি, ১ নভেম্বরঃ উৎসবের মরশুমে বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ।পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।দাম শুনে অনেকে পেঁয়াজ না কিনেই ফিরছেন বাড়ি।
জানা গিয়েছে, পেঁয়াজের দাম প্রায় সেঞ্চুরি ছুঁই ছুঁই।আগে যেখানে ৩০-৪০ টাকা কেজি পেঁয়াজের দাম ছিল সেখানে একধাক্কায় দাম বেড়েছে দ্বিগুণ।শিলিগুড়ির কোনো বাজারে ৭০ টাকা আবার কোনো বাজারে ৮০ টাকা কেজি রয়েছে পেঁয়াজের দাম।এরফলে সমস্যায় পড়ছেন মানুষ।
বাজারে আসা ক্রেতারা জানান, মাঝে মধ্যেই পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে।এরফলে সমস্যা হচ্ছে।আগে যেখানে বেশি করে নেওয়া হতো দাম অনুযায়ী এখন কম করেই কিনতে হচ্ছে।পেঁয়াজ বাইরে চলে যাওয়ার ফলে দাম বাড়ছে বলে মনে করছেন অনেকেই।
অন্যদিকে ব্যবসায়ীরা জানান, মহাজনদের কাছ থেকে পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে।যে কারণে খুচরো বাজারে দাম বেড়েছে।এরফলে ক্রেতারাও কম করেই পেঁয়াজ কিনছেন।অনেকেই পেঁয়াজের দাম শুনেই চলে যাচ্ছেন।