জলপাইগুড়ি, ২৭ মেঃ গভীর রাতে বজ্রপাতের জেরে অগ্নিকান্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ।ঘটনায় জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মাল মহকুমার গজলডোবা ৭ নম্বর এলাকায়।
আবহাওয়ার পূর্বাভাস মতই রবিবার রাতে ঘূর্ণিঝড় ‘রেমাল’এর প্রভাবে ঝড়বৃষ্টি হয় উত্তরের বিভিন্ন জেলায়।গজলডোবার ৭ নম্বর এলাকার বাসিন্দা শিবানী মণ্ডল ও তাঁর পরিবার ঝড়বৃষ্টির সময় ঘরেই ছিলেন।তাদের বাড়ির পাশেই রয়েছে একটি বাঁশঝাড়।সেখানে বিকট শব্দে বজ্রপাত হয়।সেই বজ্রপাতের জেরে রান্নাঘরে আগুন লাগে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।বিস্ফোরণের জেরে ঘরের দরজা, দেওয়ালও ভেঙে পড়ে।এদিকে অগ্নিকান্ডের ঘটনায় বাইক সহ বাড়ির একাধিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।জখম হন এক ব্যক্তি।আহত ব্যক্তির নাম অসিত মণ্ডল।পাশাপাশি বাড়ির গোয়ালঘরে থাকা কয়েকটি গবাদিপশুও জখম হয়েছে বলে খবর।
ঘটনার পর তড়িঘড়ি ব্যক্তিকে উদ্ধার করে মাল সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাল থানার পুলিশ ও দমকল বিভাগ।