বিনামূল্যে মানুষের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে ‘ব্রিথ শিলিগুড়ি’

শিলিগুড়ি,২৬ মেঃ অক্সিজেন সিলিন্ডার, যা বর্তমানে এতটাই প্রয়োজনীয় যে সঠিক সময়ে না পাওয়া গেলে ঘটে যেতে পারে মৃত্যুর মত দূর্ঘটনা। সেই অক্সিজেন সিলিন্ডার যাতে বিনামূল্যে করোনা আক্রান্তদের কাছে পৌছে দেওয়া যায় তারই উদ্যোগ নিয়েছে শহরের কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা। নাম দিয়েছেন ‘ব্রিথ শিলিগুড়ি’। করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে অনেকেরই। বাজারে অনেকসময়ই মিলছে না অক্সিজেন সিলিন্ডার, আবার মিললেও কখনও দাম আকাশছোঁয়া। যেকারনেই ‘ব্রিথ শিলিগুড়ি’র এই উদ্যোগ।


তন্ময় গোস্বামী জানান, অনেকের উদ্যোগেই এই কাজ তারা সফল করতে পারছেন। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে অনেকেই তাদের বাড়ির পুরনো অক্সিজেন সিলিন্ডার তাদের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে তাদের কাছে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩ টি অক্সিজেন কনসেন্ট্রেটার রয়েছে। ৯৭৩৩৫৩৩০০০, ৯৪৭৪০৯২৬০৯, ৯৪৩৪১৫১৯৬৩, ৯৪৩৪০২০০১৭, ৯৪৩৪০১৯৮৮০ এই নম্বরগুলিতে যোগাযোগ করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া যাবে। খুব প্রয়োজনে বাড়িতেও পৌছে দিয়ে আসা হচ্ছে বলেই জানা গেছে। এছাড়াও হাসপাতালে বেড রয়েছে কিনা, সেফ হোম সংক্রান্ত কোনো প্রশ্ন বা সরকারি এম্বুলেন্স সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলেও তাদের ফোন করলেই তারা সহযোগীতা করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş