রাজগঞ্জ, ৪ আগস্টঃ রাস্তা সংস্কারের দাবীতে গত দুদিন আগে পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। অবশেষে প্রাথমিকভাবে সেই রাস্তার কাজ শুরু হলো। প্রশাসনের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
রাজগঞ্জের মনুয়াগছ হয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল ও পানিকৌড়ি মোড় যাওয়ার প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল।রাস্তা সংস্কারের দাবীতে একাধিকবার পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা।কিন্তু কোনও লাভ হয়নি।এদিকে রাস্তার অবস্থা আরও খারাপ হওয়ার দরুন প্রায়ই এলাকায় পথ দুর্ঘটনার মতো ঘটনা ঘটছিল।
গত বুধবারও সকাল থেকে সেই রাস্তা সংস্কারের দাবিতে কামারপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করেন স্থানীয়রা। অন্যদিকে হাতিমোড় থেকে আমবাড়ি রাজ্য সড়কের হরিহর স্কুল মোড়েও পথ অবরোধ করেন তারা। কয়েকঘন্টা অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ ও রাজগঞ্জের বিডিও অফিসের আধিকারিকেরা।সেইসময় তাদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
অবশেষে প্রাথমিক ভাবে রাস্তায় থাকা বড়ো-বড়ো গর্তগুলিতে পাথর ফেলে সমান করে যান চলাচলের যোগ্য করে তোলা হচ্ছে। রাস্তাটি খুব দ্রুত তৈরি করা হবে বলে জানা গিয়েছে।