নকশালবাড়ি, ১৪ জুলাইঃ ৭ দফা দাবিতে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি দিল সিপিআইএম নকশালবাড়ি এরিয়া কমিটি।
জানা গিয়েছে, আজ পার্টি অফিস থেকে র্যালি করে বিডিও কার্যালয়ে পৌঁছান কার্যকর্তারা।এদিনের কর্মসূচিতে সিটুর জেলা সভাপতি গৌতম ঘোষ, মাধব সরকার, ঝরেন রায়, প্রণব ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে গৌতম ঘোষ বলেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, মনীরাম পঞ্চায়েতের সুরজবের এ পুলিশ প্রশিক্ষণ ক্যাম্পের জন্য কৃষি জমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে এবং নির্বাচন করানো সহ বিভিন্ন দাবিতে এদিন স্মারকলিপি প্রদান করা হল।