রাজগঞ্জ, ২১ জুলাইঃ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে অশান্তি ও হিংসার ঘটনার অভিযোগ তুলে গোটা রাজ্য জুড়ে বিজেপির তরফে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জেও বিডিও কার্যালয়ে ঘেরাও কর্মসূচি করল বিজেপি।
এদিন বিজেপির ঘেরাও কর্মসূচির আগে বিডিও কার্যালয়ের ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। প্রশাসনের এই ১৪৪ ধারাকে উপেক্ষা করেই এদিন বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে বিডিও কার্যালয়ের দিকে এগোতে থাকলে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। এতেই পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও কার্যালয়ের দিকে এগোলে বিডিও অফিসের প্রধান গেটে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।পরে বিজেপির একটি প্রতিনিধি দল তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেয় রাজগঞ্জের বিডিওকে।
এদিকে কর্মসূচী শেষে বিডিও এবং পুলিশ কর্তাদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়ার চেষ্টা করা হয়, তবে কাউকে দিতে না পেরে গেটের সামনে সেই ফুল গুঁজে চলে আসেন বিধায়ক শঙ্কর ঘোষ।
এদিনের বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ,বিজেপির রাজগঞ্জ ব্লক সভাপতি নিতাই মন্ডল, জেলা নেতৃত্ব নকুল দাস, দিলীপ চৌধুরী প্রমুখ।