জলপাইগুড়ি, ৩১ জানুয়ারিঃ এসআইআর এর কাজে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা।জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের দশদরগা এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ময়নাগুড়ি বিডিও অফিসে এসআইআর এর দায়িত্বে থাকা কর্মী সম্পা রায়ের।
জানা গিয়েছে, ঘটনায় গুরুতর জখম হয়েছেন সহকর্মী পায়েল মহন্ত।এদিন সহকর্মী পায়েল মহন্তের সঙ্গে স্কুটিতে করে ময়নাগুড়ি বিডিও অফিসে যাচ্ছিলেন সম্পা।দুজনেই ময়নাগুড়ি বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।এসআইআর এর শুনানি কেন্দ্রের ডেটা এন্ট্রির দায়িত্বে রয়েছেন তারা।
দশদরগা এলাকায় উল্টো দিক থেকে আসা ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন দুজন।ঘটনার পর তাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা সম্পাকে মৃত বলে ঘোষনা করেন।পায়েল মহন্তের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ঘাতক ডাম্পারের খোঁজ চালাচ্ছে পুলিশ।
