রাজগঞ্জ, ২৭ ডিসেম্বরঃ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সন্ধান চেয়ে পড়লো পোস্টার।“সন্ধান চাই, সন্ধান চাই-রাজগঞ্জের বিডিও নিখোঁজ” এই লেখা সম্বলিত পোস্টার ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ জুড়ে।
এদিন এসএফআই রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে পোস্টার লাগানো হয়।রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।এরপর থেকে দপ্তরে আসছেন না তিনি।শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের আবেদনের ভিত্তিতে বিধাননগর মহকুমা আদালত বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এসএফআই -এর রাজগঞ্জ লোকাল কমিটির সদস্যরা বলেন, অফিস খোলা থাকলেও বিডিও তার দপ্তরে আসছেন না।কলকাতার ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।আত্মসমর্পণ বা ধরা দিচ্ছেন না তিনি।যদি এই ঘটনায় জড়িত না থাকেন তাহলে ধরা দিতে ভয় পাচ্ছেন কেন?বর্তমানে তিনি কোথায় রয়েছে তা বলতে পারছে না কেউ। তাই বিডিওর সন্ধান চেয়ে এই পোস্টার লাগানো হল।
প্রসঙ্গত, কলকাতার ব্যবসায়ী খুনের ঘটনায় বারাসত আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন বিডিও প্রশান্ত বর্মন।কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।শুধু তাই নয়, হাইকোর্ট জানিয়ে দেয় প্রশান্ত বর্মনকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে।সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টে গিয়েছেন।কিন্তু শীর্ষ আদালত থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোন রায় দেয়নি। ৭২ ঘণ্টা কেটে যাওয়ার পরে বিধানননগর পুলিশ কমিশনারেট গ্রেফতারির আবেদন করে।এরপরেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর মহকুমা আদালত।

