রাজগঞ্জ, ২৩ ডিসেম্বরঃ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিন খারিজ করে দিয়েছেন।কেবল খারিজই নয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, কলকাতার সল্টলেকের কাছে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের মামলায় নাম জড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মনের। তবে তাঁকে আগাম জামিন দিয়েছিল বারাসত আদালত।ওই আদালতের নির্দেশের বিরোধিতা করে হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ।অভিযোগ উঠেছিল, জাল নথী দিয়ে নিম্ন আদালত থেকে আগাম জামিন পেয়েছেন ওই বিডিও।
সোমবার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, বিডিও’র বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব বিচার করে তাকে এই মুহূর্তে আগাম জামিন দেওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। আদালতের মতে, তদন্তের স্বার্থে এবং ন্যায়বিচারের খাতিরে অভিযুক্তের আইন মেনে আদালতে উপস্থিত হওয়া প্রয়োজন।আদালত নির্দেশ দিয়েছে, আগামী তিনদিনের মধ্যে তাকে নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, বিষয়টি আইন ও আদালতের।তাই এই ব্যাপারে কোন মন্তব্য করবো না।একই কথা বলেন তৃণমূল পরিচালিত রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার।
অন্যদিকে বিজেপির রাজগঞ্জ ব্লক কনভেনর নিতাই মন্ডল বলেন, প্রশাসন যে ঘৃন্ন কাজের সঙ্গে যুক্ত তা হাইকোর্ট প্রমাণ করে দিয়েছে।হাইকোর্ট তার জামিন বাতিল করেছে।স্বর্ণ ব্যবসায়ী পরিবারটি বিচার পাবে।
