কলকাতা,৩ জানুয়ারিঃ উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি এলাকায় বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল ৪ জনের। মৃত ৪ জনের মধ্যে ২ জন মহিলা এবং ২ জন পুরুষ।
জানা গিয়েছে, বেআইনি বাজি কারখানায় অগ্নিকান্ডের জেরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা জানান, দুপুর ১২টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।