ফাঁসিদেওয়া, ২৭ অক্টোবরঃ বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল আধার কার্ড।অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া গোয়েন্দা দপ্তর।ঘটনা ফাঁসিদেওয়া থানার অন্তর্গত চটহাট অঞ্চলের তেলিগছ গ্রামের।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ফাঁসিদেওয়া গোয়েন্দা দপ্তরের ডিআইও বিশ্বজিৎ মজুমদার এর কাছে খবর আসে যে বেআইনিভাবে আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে।এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় গোয়েন্দা বিভাগ।সেখান থেকে উদ্ধার হয় একটি প্রিন্টার, ল্যাপটপ, কিবোর্ড, ফিঙ্গার স্ক্যানার, আই স্ক্যানার, ওয়েব ক্যাপ, পেনড্রাইভ, দুটি ফোন, একটি বাইক, প্যান কার্ড, ভোটার কার্ড, নগদ টাকা সহ বেশকিছু ফর্ম।ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ শাহজাদা আক্তার এবং তাহিত আলমকে।
গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার কোন এক ব্যাংকের আইডি চুরি করে অবৈধ কাজ করছিল তারা।বেশকিছু স্কুলের প্রধান শিক্ষকের সই জাল করে ফর্ম ফিলাপ করা হত।
আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।এই চক্রের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ।