আলিপুরদুয়ার, ১৫ জানুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের ডাঙ্গী এলাকায় ধরা পড়ল ভাল্লুক।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা বুলু ওঁরাও এর বাড়ির পেছনে আনারস বাগানে আজ সকালে ভাল্লুকটিকে দেখতে পাওয়া যায়।এরপর খবর দেওয়া হয় কুমারগ্রাম রেঞ্জ অফিসে।খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভাল্লুকটিকে উদ্ধার করে।ভাল্লুকটিকে উদ্ধার করার পর ফের জাল থেকে বেরিয়ে পালিয়ে যায়।এরপর ভাল্লুকটিকে বাগে আনতে বেশকিছুটা সময় লেগে যায় বনকর্মীদের।
স্বাস্থ্য পরীক্ষার পর ভাল্লুকটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।