ফুলবাড়ি, ৫ ফেব্রুয়ারিঃ দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফুলবাড়ির পুটিমারি এলাকার রাস্তা।গর্তে ভরে গিয়েছে রাস্তা। ধূলোবালিতে অতিষ্ঠ এলাকাবাসী। রাস্তা সংস্কারের দাবী জানালেন স্থানীয়রা।
জানা গিয়েছে, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি জগন্নাথ মন্দির থেকে বলরাম হাট ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন কয়েকবছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।উঠে গেছে রাস্তার পিচ।এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার মানুষ।রাস্তার ধূলোবালিতে ঢেকে যাচ্ছে আশপাশের ঘরবাড়ি।ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অবিলম্বে রাস্তাটি মেরামতের দাবী তুললেন স্থানীয়রা।
এই বিষয়ে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর চন্দ্র রায় বলেন, সত্যিই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে।বেশকয়েক বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে রাস্তাটি পাকা করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।