প্রবল বৃষ্টিতে বেহাল নিকাশি ব্যবস্থা, পরিদর্শনে গৌতম দেব

শিলিগুড়ি, ২০ অক্টোবরঃ দুদিনের লাগাতার ভারী বৃষ্টির জেরে বেহাল অবস্থায় নিকাশি ব্যবস্থা।বিভিন্ন জায়গার হাইড্রেনগুলিতে নোংরা আবর্জনা জমে নিকাশি ব্যাবস্থা আটকে থাকে ফলে সামান্য বৃষ্টিতেই শিলিগুড়ি পুরনিগমের একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে উঠে।


বুধবার পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। এলাকা পরিদর্শন করে হাইড্রেনগুলোর জলনিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি পুরনিগমের সাফাইকর্মীদের কাজে লাগিয়ে হাইড্রেনের নোংরা আবর্জনা পরিষ্কার করান।

গৌতম দেব বলেন, পুরনিগমের পুরোনো প্রশাসকবোর্ড কোনো কাজ করেনি, আমরা কয়েকমাস হল এসেছি। পুরনিগমের একাধিক ওয়ার্ডে সার্ভে করা হয়েছে। ইতিমধ্যে বর্ধমান রোডে সার্ভের কাজ চলছে। এই সার্ভের রিপোর্ট নিয়ে আমরা P.W.D  ডিপার্টমেন্ট ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে দিয়ে হাইড্রেন তৈরি করিয়ে নদীতে জল ফেলার কাজ শুরু করব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *