রাজগঞ্জ, ২৮ মেঃ ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসের পাকা রাস্তার বেহাল অবস্থা। এর ফলে দুর্ভোগে ট্রাকচালক থেকে সাধারণ যাত্রীরা।
ফুলবাড়িতে টোল ট্যাক্স নেওয়া হলেও রাস্তা মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ চালকদের। রক্ষণাবেক্ষণের এবং সংস্কারের অভাবে বেহাল অবস্থা এই পাকা রাস্তার। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। ফলে ওই রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এই বিষয়ে চালকরা জানান, ফুলবাড়িতে টোল ট্যাক্স নেওয়া হলেও রাস্তা খুব বেহাল অবস্থায় আছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিবছর বর্ষার আগেই এই অবস্থা হয়। এক হাঁটু জল ভরে যায় গর্তগুলিতে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।