রাজগঞ্জ,২ আগস্টঃ দীর্ঘদিন ধরে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে।প্রশাসনের কাছে বহুবার আবেদন-নিবেদনের পরও রাস্তা সংস্কার করা হয়নি।অবশেষে রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।বুধবার সকাল থেকে পানিকৌড়ি অঞ্চলের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাওয়ার রাস্তায় কামারপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করে দফায়-দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্যদিকে হাতিমোড় থেকে আমবাড়ি রাজ্য সড়কের হরিহর স্কুল মোড়েও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।
অবরোধকারিরা জানান, দীর্ঘ কয়েকবছর থেকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। ফলে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে।এছাড়াও একাধিকবার রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেও শুধু আশ্বাস মিলেছে কিন্তু কোনো সুরাহা হয়নি।তাই আজ আমরা আবার পথ অবরোধে সামিল হয়েছি। আমাদের দাবী অবিলম্বে আমাদের এই রাস্তা সংস্কার করতে হবে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ।পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা।পরবর্তীতে রাজগঞ্জের বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।