শিলিগুড়ি,২৪ মেঃ বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।বারিভাষা ভিআইপি রোডের রাস্তা বহুদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে।সামান্য বৃষ্টিতে রাস্তায় জল জমে।যে কারণে প্রায়ই পথ দুর্ঘটনা হয়।অন্যদিকে গ্রীষ্মে সেই জল শুকিয়ে প্রচন্ড ধূলা হয়।যে কারণে রাস্তায় বের হলেই শ্বাসকষ্ট হয়।স্থানীয়দের দাবি শীঘ্রই রাস্তা মেরামত করা হোক।মঙ্গলবার বাঁশ ও বেঞ্চ দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।এদিকে বিক্ষোভের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে এলাকায় আসে এনজেপি ট্রাফিক গার্ডের আধিকারিকেরা।পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে রাস্তা ঠিক করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেন এলাকাবাসীরা।
স্থানীয়রা জানান, বৃষ্টি হলে রাস্তায় ব্যাপক জল জমে।যে কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে।গ্রীষ্মকালে রাস্তার পাশে থাকলে ধূলায় শ্বাসকষ্ট হয়।অবিলম্বে রাস্তা মেরামত করা হোক।আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা ঠিক না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
