রাজগঞ্জ, ১২ জুলাইঃ বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সরব হয়েছেন রাজগঞ্জের গাঠিয়াগছের বাসিন্দারা।এছাড়াও প্রায় এক বছর থেকে রাস্তার মাঝে হিউম পাইপ ভেঙে মরণফাঁদ তৈরি হয়েছে।
রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের গাঠিয়াগছ গ্রামের প্রায় দেড় কিলোমিটার ওই রাস্তা পাকা করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকার বাসিন্দা কৃষ্ণকমল শীল বলেন, ৪৫ বছর থেকে রাস্তাটি কাঁচা। রাস্তার মাঝে দুই জায়গায় হিউম পাইপও ভেঙে গিয়েছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানো হয়েছে। তারপরও কেন রাস্তাটি পাকা করা হয়নি না তা বোধগম্য হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা শান্তনু শীল বলেন,রাস্তাটি পাকা করার জন্য গ্রামবাসীদের তরফে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।তারপরও প্রশাসনের উদাসীনতার জন্য রাস্তা পাকা হচ্ছে না। রাস্তাটি এতটাই বেহাল যে বর্ষাকালে বাসিন্দাদের যাতায়াত করতে চরম সমস্যায় পড়তে হয়।এক বছর আগে একটি হিউম পাইপের একটা অংশ ভেঙে যাওয়ায় রাস্তা ছোট হয়ে গিয়েছে । সম্প্রতি আরেকটি হিউম পাইপ মাঝ বরাবর ভেঙে যাওয়ায় মরণফাঁদ তৈরি হয়েছে । ওই ভাঙা হিউম পাইপের কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা হচ্ছে ।
এই বিষয়ে পানিকৌড়ি অঞ্চল সভাপতি অমল কুড়ি জানান, জেলা পরিষদে জানানো হয়েছে।আশা করছি খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।