শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ বিহারে মদ পাচারের আগে দেশি বিদেশি মদ সহ এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের পুলিশ।এরপর যুবককে প্রধাননগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃতের নাম রাজকুমার প্রসাদ।বিহারের চম্পারণের বাসিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জংশনে বিহার বাস স্ট্যান্ড থেকে এক যুবক ব্যাগে করে প্রচুর পরিমাণে দেশি বিদেশি মদ নিয়ে বিহারে যাওয়ার উদ্দেশ্যে ছিল।জংশন ট্রাফিক গার্ডের পুলিশ এই খবর পেয়েই যুবকের তল্লাশি নেয়।উদ্ধার হয় ১১০ বোতল দেশি ও বিদেশি মদ।
এরপরই মদ পাচারের অভিযোগে যুবককে গ্রেফতার করে প্রধাননগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।