রাজগঞ্জ, ১৮ নভেম্বরঃ সমবায় ভোটে নাটকীয় ঘটনা।নির্দল ২ প্রার্থী ভোটে জয়ী হয়েই যোগদান করলেন তৃণমূলে।নির্দলদের দলে যোগদান করিয়ে বেলাকোবার কৃষি সমবায় সমিতির দখল নিল তৃণমূল।
রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সারিয়াম কালীবাড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ৯ আসন বিশিষ্ট এই সমিতিতে তৃণমূল কংগ্রেস ৪, বিজেপির ৩ ও নির্দল প্রার্থী ২ টি আসনে জয়লাভ করে।ভোট গণনা পরেই ঘটে এক নাটকীয় ঘটনা। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় হাত ধরে ভোট গননা কেন্দ্রের বাইরেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরে দলে যোগদান করেন দুই নির্দল জয়ী প্রার্থী পাষান সরকার ও বিকাশ রায়। এতে ফলাফল দাঁড়ায় তৃণমূল ৬ ও বিজেপি ৩।যার ফলে তৃণমূলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
জানা গিয়েছে, মোট ৯ টি আসনে দলগত নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূলের ৯, বিজেপির ৯,সিপিএম ৫ ও নির্দলের ৭ জন প্রার্থী। মোট ভোটার ছিল ৩২৪ জন।জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা সারিয়াম কালিবাড়ি এসসি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ভোট।ভোট গণনার পর জয়ী দুই নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করায় সমিতি গঠন করছে তৃণমূল।