রাজগঞ্জ, ১২ জানুয়ারিঃ ক্যান্সার আক্রান্ত যুবকের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।রবিবার চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা সাহায্য তুলে দিলেন। সাহায্য পেয়ে বাঁচার স্বপ্ন দেখছেন রাজগঞ্জের পানাশগুড়ি গ্রামের যুবক তরুণ রায়।
গরিব পরিবারের ছেলে তরুণের গলায় ক্যান্সার হয়েছে।কিন্তু অর্থের অভাবে অপারেশন করাতে পারছেন না।তরুণের বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী।তরুণের বাড়িতে বাবা, মা, স্ত্রী, দুই শিশুকন্যা এবং দাদু ও দিদিমা রয়েছে।ছোট ব্যবসা করে কোনরকমে সংসার চালাতেন।কিন্তু রোগে আক্রান্ত হয়ে সেই ব্যবসাও বন্ধ হয়ে গিয়েছে।
টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।কারন অপারেশন করাতে প্রায় দুই লক্ষ টাকা প্রয়োজন।অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে দেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।তার কাছ থেকে ১ লক্ষ টাকা সাহায্য পেয়ে বাঁচার স্বপ্ন দেখছেন তরুণ।
রেঞ্জার বলেন, পানাশগুড়ি গ্রামের যুবক তরুণ রায় টাকার অভাবে অপারেশন করাতে পারছিল না।তাই পানাশগুড়ি যৌথ বন পরিচালন কমিটি, বনকর্মী সহ বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সাহায্য তুলে তরুণের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা দেওয়া হয়।