রাজগঞ্জ, ২৮ জানুয়ারিঃ বেলাকোবায় নতুন সেতু তৈরির শিলান্যাস করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের বেলাকোবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পাতিলাভাষা এলাকায় তালমা নদীর উপর সেতুটি তৈরি করা হবে। পূর্তদপ্তরের অর্থানুকূলে প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে এই সেতুটি করা হচ্ছে। রবিবার সেই সেতুর তৈরির শিলান্যাস করেন বিধায়ক খগেশ্বর রায় ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, বাম আমলে এই সেতুটি তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন থেকে সেতুটি বেহাল অবস্থায় থাকায় ভারী যান চলাচল করতে পারছিল না। আজ সেই সেতুর তৈরীর শিলান্যাস করা হল। এই সেতুটি তৈরি হলে এলাকার মানুষের সুবিধা হবে।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অন্যান্যরা।